থানচি বাজারের ক্ষতিগ্রস্তরা ফের পাবে ৫ মেট্রিক টন চাউল

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা বাজারের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের ফের ফের ৫ মেট্রিক টন চাউল প্রদান করা হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্দ্যোগে থানচি উপজেলা পরিষদ এই চাউল বিতরণ করবে।

পার্বত্য জেলা পরিষদ সূত্র পাহাড়বার্তাকে জানান, আগামী ২১ জুন বা ২২ জুন থানচি উপজেলা পরিষদ ব্যবসায়িদের মাঝে এই চাউল বিতরণ করবে। সরকারি তথ্য মতে থানচি বাজারে ২০৫টি দোকান পুড়ে গেলেও বেসরকারী হিসাবে অন্তত ২২০টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে যায়।

NewsDetails_03

এই ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা পাহাড়বার্তাকে বলেন,পার্বত্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ অনুসারে থানচি বাজারের ব্যবসায়িদের ত্রাণ হিসাবে ফের ৫ মেট্রিক টন চাউল প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত (২৭ এপ্রিল) ভোর পাচঁটার দিকে জেলার থানচি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন