আগুনে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে দেওয়া হয়েছে নগদ অর্থ ও খাদ্য সহায়তা : ক্যশৈহ্লা

purabi burmese market

বান্দরবান পার্বত্য জেলার থানচি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারকে নগদ অর্থ সহায়তা ও খাদ্য শস্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

আজ সোমবার (২৭ এপ্রিল ) এই তথ্য পাহাড়বার্তাকে নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, থানচি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের জন্য এরই মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে ।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ পাওয়া গেছে। খাদ্যশস্য হিসেবে প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান।

আজ বিকেলে ক্ষতিগ্রস্থদের মাঝে এই খাদ্যশস্য এবং নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে ।

dhaka tribune ad2

তিনি আরো জানান, বান্দরবান রেডক্রিসেন্ট থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে সাড়ে ৭ কেজি করে চাল, সুজি, তেল, ডাল, লবণ, পেঁয়াজ ও চিনি বিতরণ করা হবে ।

এছাড়াও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহায়তায় ক্ষতিগ্রস্থদের গৃহস্থালি জিনিসপত্র হিসেবে হাড়ি-পাতিল, কলসি, জগ, থালা সহ আরো বিভিন্ন কিছু দেওয়া হবে বলে জানান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।