বান্দরবানের থানচি উপজেলার বাজারে পরিস্কার পরিছন্নতা অভিযানে অংশ নেন শিক্ষাত্রীরা। আজ শুক্রবার ভোরে থানচি বাস ষ্টেশন সংলগ্ন চথোয়াইউ বাজার, প্রধানমন্ত্রীর উদ্ভোধনকৃত সাংগু সেতু,থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন,ও থানচি উপজেলা সদর বাজারের রাস্তায় পড়ে থাকায় ময়লা অবর্জনা স্তুপ গুলির পরিস্কার করা হয় । টানা ২দিন ব্যাপী অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের শিক্ষা কর্মসূচী আওতায় ক্লাস্টারের ৮০জন কোমলমতি শিক্ষার্থী।
স্থানীয় এনজিও সংস্থা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনে প্রকল্প সমন্বয়ক মংওয়াইচিং মারমা জানান,দীর্ঘদিন যাবৎ অযত্ন অবহেলায় থানচি বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানের ময়লা অবর্জনা স্তুপ পড়ে রয়েছে । ফলে দুর্গন্ধ ছড়ায়, ঐ সব স্থানে পরিস্কার পরিছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানের সময় নির্বাহী পরিচালক ছাড়াও প্রকল্প সমন্বয়ক (ভোকেশনাল),মংওয়াইচিং মারমা,প্রাথমিক শিক্ষা কর্মসূচী আওতায় প্রকল্পের সমন্বয়ক বিদ্যাপূর্ণ চাকমা উপস্থিত ছিল ।