বান্দরবান পুলিশের পক্ষ থেকে থানচি উপজেলার পর্যটনস্পটে ভ্রমনে যাওয়া পর্যটকদের জন্য কিছু পরামর্শ দিয়েছে। আর বিষয়টি পর্যটকদের জন্য কল্যানকর বলে মনে করছে স্থানীয়রাও।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার থানচি বাজার হতে সাঙ্গু নদীতে নামার পর আপনার অভিবাকদের থানচি বাজার হতে সাঙ্গু নদীতে নামার পর কোন মোবাইল নেটওয়ার্ক না থাকার বিষয়টি অবহিত করেন। মোবাইল ফোন বন্ধ থাকার সুযোগে কোন প্রতারক চক্র যাতে পর্যটকদের অভিভাবকদের বিভ্রান্তি করে মোবাইল বা অন্য কোন উপায়ে অর্থ আদায়সহ অন্য কোন প্রকার হয়রানি করতে না পারে সে বিষয়ে পর্যটকদের অভিভাবকদের সতর্ক করতে বলা হয়। থানচি থানা এলাকায় ভ্রমনরত কোন পর্যটক যদি কোন সমস্যা / প্রতারণার সম্মুখীন হয় তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ সুপার, বান্দরবান ।
মোবাইল নং- ০১৭১৩-৩৭৩৬৭৬
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বান্দরবান
মোবাইল নং- ০১৭৩০-৩৩৬১৫৮

অতিরিক্ত পুলিশ সুপার(রুমা সার্কেল) বান্দরবান
মোবাইল নং- ০১৭৩০-৩৩৬১৬০
অনুরোধক্রমে
অফিস ইনচার্জ, থানচি থানা
মোবাইল নং- ০১৫৫৭-২৫৬৯৫৮
ডিউটি অফিসার, থানচি থানা
মোবাইল নং- ০১৮২৭-৫৪৫০৫০