থানচি, রোয়াংছড়িতে পর্যটকদের ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা

NewsDetails_01

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের থান‌চি ও রোয়াংছ‌ড়ি‌ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে (২৩‌ ডিসেম্বর) জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি পাহাড়বার্তা’কে এই তথ্য নিশ্চিত করেন।

NewsDetails_03

সূত্র জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) জেলার রোয়াংছ‌ড়ি ও থান‌চি‌র ৮ ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এ দু‌টি উপজেলার মধ্যে থানচিতে নাফাখুম, বড় পাথর,
রেমাক্রি ফলস, এবং রোয়াংছ‌ড়ি‌তে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আর এসব পর্যটন কেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক ভ্রমন করতে আসে। তাই এ দুই উপজেলায় তিন দিনের জন্য পর্যটক ও বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি পাহাড়বার্তা’কে বলেন, ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৩ দিন জেলার রোয়াংছড়ি ও থানচির পর্যটন কেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে
নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয়দের যাতায়তে সমস্যা নেই।

আরও পড়ুন