থানচি সীমান্তে ভোটার হতে পারেনি প্রায় তিন শতাধিক মানুষ !

NewsDetails_01

বান্দরবানে থানচি উপজেলার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে দুর্গম পাহাড়ে বসবাসরত প্রায় তিন শতাধিক ক্ষুদ্র-নৃগোষ্ঠি এখন ও ভোটার হতে পারেনি বলে দাবী জনপ্রতিনিধিদের । তথ্য সংগ্রহকারীরা দুর্গমতার কারনে ও বর্ষা মৌসুমে পাঁয়ে হেঁটে যাতায়াতে অতি কষ্টসাধ্য হওয়ার কারনে পৌছাতে পারেনি বলে অভিযোগ করেন । তাছাড়া জন্মনিবন্ধন ও জাতীয়তার সনদ পত্র না পাওয়ায় ভোটার হওয়ার যোগ্যতা না থাকায় তথ্য সংগ্রহকারীরা তাদের তালিকা প্রনয়ন করতে পারেনি বলে করেছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ।
সুষ্ঠু, সুন্দর,নির্ভূল ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের বিষয়ে উপজেলা সমন্বয় কমিটি এক সভা বুধবার সকাল ১০টা থানচি সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, নির্বাচন অফিসার মোহাম্মদ আবদুল শুকুর, অফিসার ইন্চার্জ মোহাম্মদ সাহেদুল (ভারপ্রাপ্ত), উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, মুইশৈথুই মারমা,জিয়াঅং মারমা , আইনশৃংঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছাড়াও গোয়েন্দাসংস্থা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাচন অফিসার আবদুর শুকুর জানান, হালনাগাদ ভোটার তালিকা সংগ্রহীত তথ্যনুসারে উপজেলার ৪টি ইউনিয়নের ৩২১ জন ভোটার নতুনভাবে তালিকা অর্ন্তভূক্ত হয়েছে। আবেদন ফরম যাচাই বাচাই করে ৩৭ জন বাদ পড়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির আলম সীমান্তে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠি এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হলে তাহাদের জন্মনিবন্ধন ও জাতীয়তা সনদ দিয়ে সহয়তা প্রদানের জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান । আগামি ১ হতে ১৫ ই জানুয়ারী ভোটার তালিকা অর্ন্তভূক্ত করতে নাগরিকদের প্রতি সহায়তা দেয়ার আহবান জানান তিনি ।

আরও পড়ুন