বান্দরবানে থানছিতে এশিয়ান টেলিভিশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী ও জন্মদিনের কেক কেটে শুভ উদ্ভোধন করেন থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর সাক্তার। এশিয়ান টিভি হোক দেশের মফস্বলসহ গণমানুষের এক মাত্র ইলেক্ট্রনিক চ্যানেল। জন্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভ কামনা ও দোয়া করেন এশিয়ান টিভি জন্মদিনে উপরোক্ত কথা বলেন বক্তারা ।
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এশিয়ান টেলিভিশনের থানচি প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) এর আয়োজনে র্যালিতে দেড় শতাধিক এশিয়ান টেলিভিশন শ্রোতা অংশ নেন। থানছি উপজেলা জনসেবা কেন্দ্রে এক আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন থানছি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, থানার উপ পরিদর্শক মাহাবুব রহমান, শিক্ষক শাহদাৎ হোসেন প্রমূখ। চার পেরিয়ে ৫ বছরে পা রাখল এশিয়ান টেলিভিশন।