থানছির দুর্গম পথে সড়ক নির্মাণ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

NewsDetails_01

সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের বলীপাড়া ইউনিয়নের দুর্গম ৪নং ওয়ার্ডের ৫টি গ্রামের ২০০পরিবারের জন্য দুর্গম পথে সড়ক নির্মাণ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আজ শুক্রবার সকালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত থেকে বলীপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর মুল সড়ক হতে নাইক্ষ্যং পাড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এ সময় তার সাথে স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.গোফরান ফারুকী,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসা প্রু,সদস্য তিং তিং ম্যা মারমা,সদস্য ফাতেমা পারুল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো:আব্দুল আজিজ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরফাত, উপ-সহকারি প্রকৌশলী মো:এরশাদসহ সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তা ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জানায়,থানছি উপজেলার বলীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ৫টি গ্রামের ২০০পরিবারের জন্য দুর্গম পথে ৬০ লক্ষ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,আর এই সড়ক নির্মিত হলে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে আশাবাদ সকলের।

আরও পড়ুন