দলের নামে অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: জাবেদ রেজা

NewsDetails_01

বিএনপির নাম দিয়ে কেউ যদি প্রশাসনে, মহল্লায় জায়গা দখল করে, কারো দোকান ভাংচুর করে, অফিস দখল করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা দলীয় সংস্কার চাই। দলীয় কোন নেতা কর্মী যদি চাঁদাবাজি করে, জোর দখল করে, কারো প্রতি অবিচার করে আমাদেরকে তথ্যসহকারে দিলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের ব্রিফকালে এমন কথা বলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা।

NewsDetails_03

তিনি আরো বলেন, এখন সুবিধাবাদীরা দলে আসবে। আমরা ত্যাগীদের মূল্যায়ন করব। আমরা দলীয় সংস্কার চাই। এ সময় এসে কেউ যদি দোকান ভাংচুর করবে, অফিস দখল করবে এমন কাজ বিএনপি কখনো প্রশ্রয় দেয় না, দেবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার, বিএনপি নেতা লুসাই মং মারমা, লিটল বিশ্বাস, মো. নুরুল ইসলাম, সরোয়ার জামান, চনুমং মারমাসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

তবে এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও খুনিদের বিচারের দাবীতে বান্দরবান জেলা বিএনপি’র কার্যালয় থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করে বিএনপি।

আরও পড়ুন