দায়িত্বশীল পাহাড়বার্তা তৃণমূলের কথা বলে

পাহাড়বার্তার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে বক্তারা

জেলা প‌রিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, মি‌ডিয়া আছে বলেই সারা বি‌শ্বের মানুষ পার্বত্য চট্টগ্রামের সব খবরাখবর মুহুর্তেই জানতে পারে। ‌সে‌টি অবশ্য সম্ভব হয়েছে অনলাইন প‌ত্রিকার কারণে। এ ক্ষেত্রে পাহাড়বার্তা’র নিরলস প্রচেষ্টা এ অঞ্চলে সংবাদ প্রচারের ক্ষেত্রে গুরুত্বপুর্ন ভু‌মিকা পালন করে যাচ্ছে।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) পাহাড়ের জন‌প্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র ২য় বর্ষপু‌র্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প‌রিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহ‌সিন রোমান, প্রেস ক্লাব সভাপ‌তি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সনাক সভাপ‌তি অমলেন্দু হাওলাদার, জার্না‌লিস্ট নেটওয়া‌র্কের সভাপ‌তি শা‌ন্তিময় চাকমা। স্বাগত বক্তব্য রা‌খেন পাহাড় বার্তার জেলা প্রতি‌নি‌ধি মোঃ হান্নান।

‌চেয়ারম্যান বলেন,পাহাড়বার্তা অল্প সময়ের মধ্যে পাহাড়ে জন‌প্রিয়তা লাভ ক‌রে‌ছে। এটা নিশ্চই সম্ভব হয়েছে দক্ষ প‌রিচালনার কারণে। পাহাড় বার্তা মু‌ক্তিয‌দ্ধের চেতনা ও অসাম্প্রদা‌য়িক বিশ্বাসের বার্তা নিয়ে পাহাড়ের উন্নয়নে আরো বে‌শি গুরুত্বপুর্ণ ভু‌মিকা পালন কর‌বে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রেন।

NewsDetails_03

‌বি‌শেষ অ‌তিথির বক্তব্যে পাহাড়বার্তা’র উন্ন‌তি কামনা করে উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান ব‌লেন, দা‌য়িত্বশীলতা থে‌কে সংবাদ মাধ্য‌মের জন‌প্রিয়তা। আমি পাহাড়বার্তা পড়ার সুযোগ পাই, যতদুর মনে ক‌রি এ অঞ্চ‌লের সবধর‌ণের খবরাখবর প্রচারে তারা দা‌য়িত্বশীলতার প‌রিচয় বহন করে। তি‌নি, উন্নয়ন কর্মকা‌ন্ডের পাশাপা‌শি এ অঞ্চ‌লের সু‌বিধাব‌ঞ্চিত মানু‌ষের কথাও লেখ‌নির মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

‌প্রেস ক্লাব সভাপ‌তি সাখাওয়াত হো‌সেন রুবেল বলেন,পাহাড় বার্তার সম্পাদক একজন নিবেদিত সংবাদকর্মী। তার মত একজন ব্যস্ত মানুষ এখনও নিজেকে এ পেশায় নি‌য়ো‌জিত রেখেছে জেনে ভাল লাগ‌ছে। তি‌নি পাহাড়বার্তা’র উ‌ত্তোরোত্তর সম্মৃ‌দ্ধি কামনা ক‌রেন।

‌প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক বলেন, প্র‌তি‌দিনকার নিউজই বলে দি‌চ্ছে পাহাড় বার্তা ভাল করছে। এটা অবশ্যই পু‌রো ম্যানেজমেন্টেরেই কৃ‌তিত্ব। আশা কর‌ছি, আরো ভাল অবস্থান তৈ‌রি ক‌রে নি‌তে পার‌বে তারা।

সনাক সভাপ‌তি অমলেন্দু হাওলাদার বলেন,পাহাড়বার্তা’র নিউজের বৈ‌চিত্রতা দেখলেই মন ভরে যায়। আমি এ অনলাইনের নিয়‌মিত পাঠক। পাঠক হিসাবে সবসময় প্রত্যাশা ক‌রি, আরো ভাল করুক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জার্না‌লিস্ট এসোসিয়েশনের বিজয় ধর, জার্না‌লিস্ট নেটওয়া‌র্কের সাধারন সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, সাংবা‌দিক কামাল উ‌দ্দিন, পলাশ চাকমা, উত্তরা ব্যাংক রাঙ্গামা‌টি শাখার ব্যবস্থাপক না‌জিম উ‌দ্দিন, কলেজ ছাত্রলী‌গের সাবেক সভাপ‌তি সুলতান মাহমুদ বাপ্পা প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এর আগে বর্ষপু‌র্তি উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান রে‌লির উদ্বোধন করেন।

আরও পড়ুন