দীঘিনালায় ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

NewsDetails_01

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকালে উপজেলার বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ।

NewsDetails_03

এ সময় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দীন, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে উপজেলার কবাখালী ইউনিয়ন পরিষদেও বিজিএফের চাল বিতরণ উদ্বোধন করেন তিনি৷

উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ বলেন, ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ হাজার পরিবারকে বিনামূল্যে ১০কেজি করে ভিজিএফ এর আওতায় চাল বিতরণ করা হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা থেকে মনোনীত ট্যাগ অফিসারগণের তদারকীতে আজ বোয়ালখালি ও কবাখালী ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা হয় এবং ৯ এপ্রিলের মধ্যে উপজেলার সকল ইউনিয়নে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন