দীঘিনালায় যুবলীগের বিভাগীয় শান্তি সমাবেশের প্রস্তুতি সভা

NewsDetails_01

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে দীঘিনালা উপজেলা যুবলীগ।

আজ শনিবার (১০জুন) বিকেলে উপজেলার বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

দীঘিনালা উপজেলা যুবলীগের সভাপতি মো. মোজাফফর হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন। সভায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশিত চট্টগ্রামে ১০ জুন থেকে ১২ জুন বিভাগীয় শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুব লীগ।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত বিভাগীয় শান্তি মিছিল সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন