দীঘিনালার ২ ইউপিতে চেয়ারম্যান পদে প্রজ্ঞান জ্যোতি ও সন্তোষ জীবন বেসরকারিভাবে বিজয়ী

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার দীঘিনালাতে ৪নং দীঘিনালা ইউপি ও ৫নং বাবুছড়া ইউপির নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনে ৪ নং দীঘিনালায় ৪জন এবং ৫ নং বাবুছড়ায় ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদদ্বীতা করেন। তাদের মধ্যে ৪নং দীঘিনালা ইউপিতে প্রজ্ঞান জ্যোতি চাকমা (আনারস মার্কায়) জয় লাভ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ৪নং দীঘিনালা ইউপির বর্ত্তমান চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা টেলিফোনে সত্যতা স্বীকার করেন। তিনি বলেন -আমরা হেরে গেছি, প্রজ্ঞান বাবু জয় লাভ করেছে।
অন্যদিকে ৫নং বাবুছড়া ইউপিতে ৭জনের একজন সন্তোষ জীবন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে বাবুছড়ার বাসিন্দা শিক্ষক রিমন চাকমা বলেন, সন্তোষ জীবন চাকমা জয়ী হয়েছেন।
নির্বাচনী এলাকাগুলো পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারনে ৫ নং ইউপির সকল সদস্যদের তালিকা বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে ৪নং ইউপিতে ক্রমান্বয়ে বিজয়ীদের নাম দেওয়া হল। মহিলা সদস্য ১,২,৩,নং ওয়ার্ড তুম পুদি চাকমা(তালগাছ মার্কা)। ৪,৫,৬,নং ওয়ার্ডে লিসা চাকমা (বই মার্কা)। ৭,৮,৯নং ওয়ার্ডে মিস নিহারিকা চাকমা (মাইক মার্কা)। পুরুষ সদস্যরা হলেন। ১নং ওয়ার্ড লাম্বা চাকমা (ভ্যানগাড়ি)। ২নং ওয়ার্ড উপগুপ্ত চাকমা(ফুটবল)। ৩নং ওয়ার্ড ধর্মজ্যোতি চাকমা(টিউবওয়েল)। ৪নং ওয়ার্ড সুবল চন্দ্র চাকমা( টিউবওয়েল)। ৫নং ওয়ার্ড জীবন শান্তি চাকমা(ফুটবল)। ৬ নং ওয়ার্ড বিনয় ধন চাকমা(টিউবওয়েল)। ৭নং ওয়ার্ড প্রমোদ কান্তি চাকমা(টিউবওয়েল)। ৮নং ওয়ার্ড কৃষ্ণ রঞ্জন চাকমা (তালা)। ৯নং ওয়ার্ড ত্রিশংকর চাকমা(তালা)।
অন্যদিকে নেটওয়ার্ক সমস্যার কারনে ৫নং ইউপির সকল বিজয়ী সদস্যদের নাম এই প্রতিবেদন লিখা পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে কয়েকজনের নাম পাওয়া গেছে। মহিলা সদস্য ১, ২,৩নং ওয়ার্ডে জ্যোৎস্না চাকমা( সূর্যমুখী)। ৪,৫,৬নং ওয়ার্ডে প্রতিভা চাকমা(কলসি)। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে দুটি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

আরও পড়ুন