দীঘিনালায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনির বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ

purabi burmese market

খাগড়াছড়ির দীঘিনালার ১ নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাদ্দন নাথ জনির বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগকারী মধ্য বোয়ালখালী বাজারের ব্যবসায়ী মো. রাকিব হোসেন জানান, তার পার্শ্ববর্তী দোকানদার ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাদ্দন নাথ জনি গতকাল (১০ ডিসেম্বর) রাতে তাকে বেধড়ক মারধর করে দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। এবিষয়ে মধ্য বোয়ালখালী বাজার পরিচালনা কমিটিকে অবহিত করলে তারা সুবিচারের আশ্বাস দেন৷ অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জনাদ্দন নাথ জনি মারধরের বিষয়টি স্বীকার করলেও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন৷

এ বিষয়ে মধ্য বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ চক্রবর্তী বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। আমরা বাজার পরিচালনা কমিটি সহ বাদী ও বিবাদীকে নিয়ে বসবো৷

অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক জানান, আমি এ বিষয়ে অবগত নই। তবে আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান নেই৷ অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।