বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে খাগড়াছড়ির দীঘিনালায় ৭শত ৩০জন কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দীঘিনালা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলার মেরুং, বোয়ালখালী, কবাখালী, দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের ৭শত ৩০ জন কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাশেম’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা প্রমূখ।