বক্তারা, ধর্ষকদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবিতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন জেলা সদরের স্বণির্ভর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে।
প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার দীঘিনালা উপজেলার নয় মাইল তপন কার্বারী পাড়া এলাকার জঙ্গল থেকে নিহতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।