খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছে। শনিবার বেলা ১০টায় মধ্য বোয়ালখালীর বাসিন্দা ইন্দ্রা দেবী চাকমার(৫০) গরু চড়াতে বাড়ির পাশে জমিতে গেলে প্রতিবেশী আলাউদ্দিনের(৫৫) বাধা দেয়। বাকবিতন্ডার একপর্যায়ে আলাউদ্দিনের ছুরিকাঘাতে ঘটনাস্থলে ইন্দ্রা দেবী চাকমা নিহত হয়। ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, ইন্দ্রা দেবী চাকমার বর্গা চাষী আলাউদ্দিন। ধানের ক্ষেতের পাশে গরু চড়ানোকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। খুনী আলাউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দীঘিনালা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুদ্দিন ভূইয়া জানান, ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহত লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।