দীঘিনালায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি

purabi burmese market

খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং খেলার মাঠ সংলগ্ন সড়কের পাশের বিদ্যুতের খুঁটিটিতে সম্প্রতি ভাঙন ধরেছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। খুঁটির সঙ্গে রয়েছে বিদ্যুতের লাইন। এলাকাবাসীর আশঙ্কা, যেকোন সময় শর্টসার্কিটের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপকেন্দ্র বলছে, দ্রুত সময়ে খুঁটিটি মেরামত করা হবে।

সরেজমিন দেখা যায়, উপজেলার ছোট মেরুং খেলার মাঠ সংলগ্ন সড়কের পশ্চিম পাশের বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুতের তার সংযুক্ত রয়েছে। খুঁটিটির বৈদ্যুতিক তার থাকায় এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি ভাঙনের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

ছোট মেরুং বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, ‘যেকোনো সময় খুঁটিটি ভেঙে যেতে পারে। এটির পাশেই ছোট মেরুং বাজার এবং পাশে সড়ক। সড়কে ছাত্রছাত্রীরা ও জনসাধারণ ঝুঁকিপূর্ণ খুঁটির নিচ দিয়েই চলাচল করছে। এ ছাড়া এটি মেরুং-দীঘিনালার গুরুত্বপূর্ণ সড়ক।’

ছোট মেরুং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘গুরুত্বপূর্ণ বাজারের শুরুতে এ রকম একটি খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের এটি দ্রুত মেরামত করা উচিত। আমরা কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অবগত করেও কোন সাড়া পাইনি৷

এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপকেন্দ্রের প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত রয়েছি। দীঘিনালায় বেশ কয়েকটি স্থানে ঝুঁকিপূর্ণ খুঁটি রয়েছে। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। খুঁটিগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্রুত এটি মেরামত করা হবে।’

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।