দীঘিনালায় দৃষ্টি প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

purabi burmese market

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং-এলাকায় মরিয়ম বেগম(৫৮) নামে দৃষ্টি প্রতিবন্ধী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্বার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দৃষ্টি প্রতিবন্ধী মরিয়ম বেগম একা ওই ঘরে থাকতেন। তার দৃষ্টি প্রতিবন্ধী ও গুচ্ছগ্রামের রেশন কার্ড রয়েছে। সকাল ১১টার দিকে মরিয়ম বেগমের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্বজনদের অভিযোগ, মরিয়ম বেগমকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে।

দীঘিনালায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অর্থ ও রেশন কার্ড সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নারীর শরীরে বিভিন্ন স্থানের ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।