দীঘিনালায় দ্বিতীয় পর্যায়ে নতুন ঘর পেলো ১১২ পরিবার

NewsDetails_01

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পেল ১১২ গৃহহীন পরিবার।

আজ রোববার (২০ জুন) বেলা ১১ টায় সারা দেশের ন্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘর প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

NewsDetails_03

এর পরপরই ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) আওতায় ১১২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির দলিল হস্তান্তর করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি৷

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাঈদ মোমেন মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম,মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, অফিসার ইনচার্জ এ কে এম পেয়ার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জওহরলাল চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।

আরও পড়ুন