দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মানিক মিয়া উপজেলার কবাখালীর মুসলিম পাড়ার বিদ্যুৎ শ্রমিক আবদুল হকের ছেলে৷

শনিবার (৭আগস্ট) সকালে উপজেলার কবাখালীর হেডম্যান পাড়া এলাকায় বিদ্যুৎ খুঁটিতে উঠে ৪৪০ ভোল্টের লাইনে সংযোগ স্থাপনের সময় ১১ কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে ছিঁটকে পরে গুরুতরভাবে আহত হয় সে।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।