দীঘিনালায় মাটিচাপা দিয়ে হত্যা চেষ্টার সময় একজনকে উদ্ধার

NewsDetails_01

দীঘিনালায় হত্যা চেষ্টার সময় উদ্ধারকৃত ব্যক্তি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে মাটিচাপা দিয়ে হত্যা চেষ্টার সময় পুলিশ ও স্থানীয়রা জীবিত অবস্থায় উদ্ধার করেছে। শুক্রবার রাত ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দীঘিনালার ছোটমেরুং মাইনী নদীর পূর্ব পাড় থেকে ঐ ব্যক্তিকে মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দীঘিনালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, মাইনী নদীর পাড়ে কে বা কারা এই লোকটিকে বৈদ্যুতিক তাঁর দিয়ে হাত পা বেঁধে এবং মুখে কসটেপ লাগিয়ে দিয়ে মাটিতে পুঁতে রাখে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া যায়। বর্তমানে লোকটি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন