দীঘিনালায় মৎস্যজীবীদের খাদ্য সহায়তা

NewsDetails_01

রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধকরণ সময়ে মৎস্য আইন প্রতিপালন বিষয়ে মৎস্যচাষী ওমৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি ১ নং মেরুং ইউপির ৯ শত ২৯ জন মৎস্যজীবীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুন) সকালে দীঘিনালার মেরুং ইউনিয়ন পরিষদ কার্যলয়ে উদ্বুদ্ধকরণ সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।

NewsDetails_03

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, দীঘিনালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. বাহাউদ্দীন,সদস্য সচিব এম ইদ্রিছ আলী ও সাংবাদিক পলাশ বড়ুয়া প্রমূখ।

সভা শেষে মেরুং ইউপির ৯ শত ২৯ জন মৎস্যচাষী ও মৎস্যজীবীদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুন