দীঘিনালায় সেনাবাহিনীর খাবার বিতরণ

NewsDetails_01

দীঘিনালায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও দীঘিনালা সেনা জোনের ব্যবস্থাপনায় করোনাকালীন পরিস্থিতিতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২মে) বিকেলে উপজেলার কবাখালী মিলনপুর এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ৪০০ জন দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

NewsDetails_03

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ। তিনি বলেন,খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও দীঘিনালা সেনা জোন পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পাহাড়ি ও বাঙালী জনগোষ্ঠীর নানা সহায়তা প্রদান করে আসছে। জনমানুষের স্বার্থে পূর্বের ন্যায় ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও দীঘিনালা সেনা জোন এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

পাশাপাশি করোনা প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধি করা, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ জীবাণু মুক্তকরণ সহ নানা কাজ করে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন সেনাবাহিনী।

আরও পড়ুন