দীঘিনালায় সড়ক পরিবহন আইনে জরিমানা

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক পরিবহন আইনে ১১ জনকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় হেলমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন, একইসঙ্গে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে জরিমানা করা হয়।

NewsDetails_03

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের জামতলী বাঙালি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, সড়ক আইন মেনে চলুন, নিরাপদে থাকুন। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন