দীঘিনালায় ৬০ পরিবারে ঈদের খুশি

NewsDetails_01

পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে ৬০ পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

NewsDetails_03

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাউসার হামিদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, সীমা দেওয়ান, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ একেএম পেয়ার আহমেদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ কাশেম বলেন, দেশে একটিও ভূমি ও গৃহহীন পরিবার থাকবেনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় এনে পুনর্বাসন করে এক অনন্য নজির স্থাপন করেছেন। তার এই অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন