সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার দীঘিনালার ৮টি পুজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছে দীঘিনালা সেনা জোন।
আজ ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে উপজেলার ৮ পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন জোনাল স্টাফ অফিসার মেজর কাউসার রাশেদ সফল।
এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী, দল-মত নির্বিশেষে সবসময় সকল প্রকার সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আর্থিক অনুদান পেয়ে দীঘিনালা সেনা জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।