দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন ২১ ডিসেম্বর

purabi burmese market

দীর্ঘ ৮ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ি জেরার দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন। আগামী ২১ ডিসেম্বর দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা। তবে অতিতের জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল না থাকায় এতোদিন সম্মেলন অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেছেন নেতা-কর্মীরা।

গত ৩০ নভেম্বর দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন-২০২০ সফল করার লক্ষ্যে মোঃ আবদুল কাদের সরকারকে আহ্বায়ক ও মোঃ চাঁন মিয়াকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এরইমধ্যে সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছেন, খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ও সাবেক দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জিল্লুর রহমান। একইপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আবদুল খালেক সরকার।

সাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী হয়েছেন দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তপন মুৎসুদ্দি। একইপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মোঃ সোলায়মান আলম রাজ ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন৷

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।