খাগড়াছড়ির দীঘিনালা সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার বিকেলে দীঘিনালার মধ্য বোয়ালখালী বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক আবদুল জলিল’র সভাপতিত্বে ও এম ইদ্রিছ আলীর সঞ্চালনায় জেলা উপজেলায় বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত দীঘিনালা উপজেলার স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আবদুল জলিলকে (দৈনিক বাংলা) আহ্বায়ক, মো. সোহাগ মিয়া (দৈনিক বিশ্ব মানচিত্র) ও মিজানুর রহমান সবুজকে (দৈনিক তৃতীয় মাত্রা) যুগ্ম আহ্বায়ক ও এম ইদ্রিছ আলীকে (দৈনিক সময়ের কাগজ) সদস্য সচিব করে ৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,মো. মানিক হোসেন (বাংলাদেশ সময়), সাইফুল ইসলাম (দৈনিক আস্থা) আফজাল হোসেন (দৈনিক বাংলাদেশ সমাচার) ও হাসান আল মামুন (দৈনিক একুশে নিউজ)। আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।