দীপংকরকে ফুলেল শুভেচ্ছা জানালেন নিখিল

purabi burmese market

পুনরায় জেলা রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আজ শনিবার সকালে শহরের চম্পনগরস্থ দীপংকর তালুকদারের বাস ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দীপংকর তালুকদারের পক্ষ থেকে নিখিল কুমার চাকমাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো সুসংহত ও ঐক্যবদ্ধভাবে রেখে এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

গত ২৪ মে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতির পদ প্রত্যাশি ছিলেন নিখিল কুমার চাকমা। কিন্তু দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।