এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র (জেএসএস) সিংহ প্রতীকের প্রার্থী উষাতন তালুকদার পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট। অপরদিকে বিএনপির মনি স্বপন দেওয়ান ধানের শীষ প্রতিকে ৩১ হাজার ৪৩৬ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন হাতপাখা প্রতিকে ১ হাজার ৫৫৮ ভোট, ওয়ার্কাস পার্টির জুঁই চাকমা কোদাল প্রতিকে ৪৯০ ভোট , জাপার পারভেজ তালুকদার লাঙ্গল প্রতিকে ৪৮৩ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ রোববার রাতে ২০৩ কেন্দ্রের মধ্যে ১৮৫টি এবং পরদিন সোমবার দুপুরে ১৮টি হেলিসটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এ আসনে মোট ভোট কেন্দ্র ২০৩টি। ইতোমধ্যে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সব কেন্দ্র মিলে দীপংকর তালুকদার ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র (জেএসএস) সিংহ প্রতীকের প্রার্থী উষাতন তালুকদার পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট।
রাঙ্গামাটি ২৯৯ আসনে দীপংকর তালুকদার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে ১৯৯০, ১৯৯৬ ও ২০০৮ সালে নির্বাচিত হলেও ২০০১ সালে বিএনপির মনি স্বপন দেওয়ান এবং ২০১৪ সালে স্বতন্ত্র ( জেএসএস) উষাতনের কাছে পরাজিত হন তিনি।
স্থানীয় আ.লীগের আস্থাভাজন এ অভিভাবককে এবারও দল থেকে মনোনয়ন দেয়া হয়। এবার আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন দীপংকর তালুকদার।