দীপংকরের রাঙ্গামাটি আসন পুনরুদ্ধার

NewsDetails_01

দীপংকর তালুকদার
দশম জাতীয় সংসদ নির্বাচনে জেএসএস এর কাছে চলে যাওয়া রাঙ্গামাটি আসনটি পুনরুদ্ধার করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধী প্রার্থী জেএসএসের উষাতন তালুকদারকে ৫১ হাজার ২৫৩ ভোটে পরাজিত করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে উষাতনের কাছে দীপংকর হেরেছিল ১৮ হাজার ৮ শত ৫২ ভোটের ব্যবধানে।
এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র (জেএসএস) সিংহ প্রতীকের প্রার্থী উষাতন তালুকদার পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট। অপরদিকে বিএনপির মনি স্বপন দেওয়ান ধানের শীষ প্রতিকে ৩১ হাজার ৪৩৬ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন হাতপাখা প্রতিকে ১ হাজার ৫৫৮ ভোট, ওয়ার্কাস পার্টির জুঁই চাকমা কোদাল প্রতিকে ৪৯০ ভোট , জাপার পারভেজ তালুকদার লাঙ্গল প্রতিকে ৪৮৩ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ রোববার রাতে ২০৩ কেন্দ্রের মধ্যে ১৮৫টি এবং পরদিন সোমবার দুপুরে ১৮টি হেলিসটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, এ আসনে মোট ভোট কেন্দ্র ২০৩টি। ইতোমধ্যে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। সব কেন্দ্র মিলে দীপংকর তালুকদার ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র (জেএসএস) সিংহ প্রতীকের প্রার্থী উষাতন তালুকদার পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট।
রাঙ্গামাটি ২৯৯ আসনে দীপংকর তালুকদার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে ১৯৯০, ১৯৯৬ ও ২০০৮ সালে নির্বাচিত হলেও ২০০১ সালে বিএনপির মনি স্বপন দেওয়ান এবং ২০১৪ সালে স্বতন্ত্র ( জেএসএস) উষাতনের কাছে পরাজিত হন তিনি।
স্থানীয় আ.লীগের আস্থাভাজন এ অভিভাবককে এবারও দল থেকে মনোনয়ন দেয়া হয়। এবার আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন দীপংকর তালুকদার।

আরও পড়ুন