সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মং খিং সাইন এর আগে ২৪ ঘন্টার টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত ছিলেন। বর্তমানে মং খিং দৈনিক মানবকন্ঠে’র জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র প্রতিবেদক হিসাবে কর্মরত আছেন।
মং খিং সাইন পাহাড়বার্তাকে বলেন, নতুন কর্মক্ষেত্রে যাতে আরো ভালো কাজ করে বান্দরবানকে উপস্থাপন করতে পারি সেই ব্যাপারে সবাই আমার জন্য আশির্বাদ করবেন।
প্রসঙ্গত, দীপ্ত বাংলা চালুর পর থেকে দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা প্রতিনিধি’র পদ শূন্য ছিলো।
9 মন্তব্য
সিং নাতো ভাই সাইন।
অভিনন্দন, আগামীর পথ চলা শুভ হউক
Congratulations
অভিনন্দন দাদা,,,
অভিনন্দন
সুলতান সুলেমান মং খিং স্বাগতম।
ধন্যবাদ পাহাড় বার্তাকে
একিয়ে যাও, অাগামি পথ চলা শুভ হোক…
congratulations Mong Khing Sain dada k✌