দেশের বিনোদন নির্ভর টেলিভিশন চ্যানেল দীপ্ত বাংলায় যোগ দিলেন সাংবাদিক মং খিং সাইন। ১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে মং খিং সাইন দীপ্ত বাংলা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মং খিং সাইন এর আগে ২৪ ঘন্টার টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্মরত ছিলেন। বর্তমানে মং খিং দৈনিক মানবকন্ঠে’র জেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল পাহাড়বার্তা’র প্রতিবেদক হিসাবে কর্মরত আছেন।
মং খিং সাইন পাহাড়বার্তাকে বলেন, নতুন কর্মক্ষেত্রে যাতে আরো ভালো কাজ করে বান্দরবানকে উপস্থাপন করতে পারি সেই ব্যাপারে সবাই আমার জন্য আশির্বাদ করবেন।
প্রসঙ্গত, দীপ্ত বাংলা চালুর পর থেকে দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা প্রতিনিধি’র পদ শূন্য ছিলো।