রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং নদীতে তলিয়ে যাওয়া বৃথা চাকমার (৩২) লাশ দুদিন পর ভেসে উঠেছে।
আজ সোমবার (৬ এপ্রিল) সকালে ওই এলাকার গোপালঘাট সংলগ্ন নদীর পানিতে তার লাশ ভেসে উঠে। গত শনিবার (৪ এপ্রিল) গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিনি।
জানা যায়, বৃথা চাকমা গত শনিবার (৪ এপ্রিল) নিজ বাড়ীর পাশে কাচালং নদীর গোপালের ঘাটে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। সে রুপকারী ইউনিয়নের ভক্ত পাড়া গ্রামের ত্রিলোশন চাকমার মেয়ে। এরপর দুদিন ধরে অনেক খোঁজাখুঁজি করে বৃথা চাকমার সন্ধান মেলেনি। সোমবার (৬ এপ্রিল) সকাল ৬ টয় গোপালের ঘাট এলাকায় মরদেহ দেখতে পায় এক পথচারী। পরে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসে। বৃথা চাকমা মৃগী রোগী ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বাঘাইছড়ি থানার ওসি এমএ মঞ্জুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।