দুই সংরক্ষিত মহিলা প্রার্থীর সমান ভোট, ২৪ নভেম্বর পূণ:নির্বাচন

লামার গজালিয়া ইউপি নির্বাচন

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ২ প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন। তাই এ সংরক্ষিত মহিলা সদস্য পদে কাউকে জয়ী ঘোষনা করা হয়নি। এখানে দুই প্রার্থীর আবার ভোট গ্রহণ হবে আগামী ২৪ নভেম্বর।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে লামা উপজেলার সাতটি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে উপজেলার গজালিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডে দুই প্রার্থী সমান সমান ভোট পান। নির্বাচনে বই প্রতীক নিয়ে এ পদে শিরিন আক্তার পান ৫২৪ ভোট ও সূর্যমুখী প্রতীকে আচিং মার্মাও পান ৫২৪ ভোট। ফলাফলে সমান হওয়ায় এ ওয়ার্ড থেকে কাউকে বিজয়ী ঘোষনা করা হয়নি।

পুণ:নির্বাচনের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন বলেন, লামার গজালিয়া ইউপির ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে দুই প্রার্থীই সমান ভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর যথা নিয়মে পুণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।