দুমুটো ডাল ভাত তো খাওয়া যাবে !

NewsDetails_01

করোনা আতংকে খাদ্য সংকটে দুঃ‌চিন্তায় পাহাড়ে বসবাসকারী প‌রিবারগু‌লো। কর্ম ও রোজগারবিহীন প্র‌তি‌টি প‌রিবারের কপালে দুঃচিন্তার রেখা। এই সংকটময় সময় আর দিশেহারা মানুষগুলো অনাহারে যাতে না থাকে, সে জন্য ত্রান নিয়ে হা‌জির সদর ইউএনও, খু‌শিতে আত্মহারা সংকট আর দুঃ‌চিন্তায় থাকা প‌রিবারগু‌লো। যেন স্ব‌স্তি ফিরেছে তাদের মনে, “দুমুটো ডাল ভাত তো খাওয়া যাবে”!

আজ ‌সোমবার (৩০মার্চ) সকা‌ল থেকে দুপুর পর্যন্ত রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউ‌নিয়নের দুর্গম গ্রামের ঘরে ঘরে গি‌য়ে খাদ্য সংকট মোকাবেলায় ত্রাণ বিতরণ করেন রাঙামা‌টি সদর ইউএনও ফাতেমা তুজ জোহরা উপমা। এ‌দিন তি‌নি ইউ‌নিয়‌নের দুঃস্থ ১৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

NewsDetails_03

এসময় সদর উপজেলা প‌রিষদ ভাইস চেয়ারম্যান নাস‌রিন ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, বন্দুকভাঙ্গা ইউ‌পি চেয়ারম্যান বরুন কা‌ন্তি চাকমা উপ‌স্থিত ছিলেন।

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে ত্রাণ সহায়তা হিসেবে ইউ‌নিয়নের ১৫০ দুঃস্থ পরিবারের মাঝে ১৫ কে‌জি চাল, তেল, ডাল, লবন ও আলু বিতরণ করা হয়।

আরও পড়ুন