দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া ৩০০ কোমলমতি শিশু শিক্ষার্থী পেল বার্ষিক উপহার
বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নে বেসরকারী সংস্থা আগাপে’র উদ্যোগে পিঁছিয়ে পড়া ৩০০ কোমলমতি শিশু শিক্ষার্থীর মধ্যে বার্ষিক উপহার প্রদান করা হয়েছে।
পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-আকিরাম পাড়া, বিডি ০৫২৩ আয়োজনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। দেওয়া হয়- প্রতিজন শিশুকে ১টি করে চেয়ার, ১টি করে বালতি, ১টি করে তোয়ালে ও ১টি করে স্কুল ব্যাগ।
এ উপলক্ষে গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন শীত উপেক্ষা করে কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারনায় মুখরিত হয়ে উঠে শিশু উন্নয়ন প্রকল্প-আকিরাম পাড়া। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র অর্থায়নে শনিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারী মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম।

এতে সরকারী মাতামুহুরী কলেজ’র প্রভাষক অংথিং রাখাইন ও আইসিটি প্রভাষক ফরিদ উল আলম, আগাপে বোর্ডের নির্বাহী সদস্য বেবী মার্মা ও এডমিন অফিসার সুজনা ত্রিপুরা ও সেল্টার ম্যানেজার ইটেন ত্রিপুরা প্রমুখ অতিথি ছিলেন। উপহার প্রদান শেষে সফলতার সাথে কম্পিউটার কোর্স সম্পন্ন ১০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট বিতরণ সহ নৃত্য ও সংগীত পরিবেশ করেন প্রকল্পের শিশু শিল্পীরা।
এ বিষয়ে প্রকল্পের সেল্টার ম্যানেজার ইটেন বলেন, বি০৫২৩ সেন্টার টি বিগত ২০১৩ সাল থেকে এলাকায় পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কাজ করে এসেছে। বর্তমানে ধর্ম বর্ণ নির্বিশেষে ৩০০ জন উপকার ভোগী শিশু রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত প্রতিটি শিশুকে প্রতি মাসে হাইজিং, স্কুল এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্টাইফেন প্রদান করা হচ্ছে। শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষে বিভিন্ন ধরণের সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করা হয়ে থাকে।
এই উদ্যোগ প্রকল্পের আওতাভুক্ত শিশু, যুব ও অভিভাবকদের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি সরকারী মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনায়েম।