দুর্গম পাহাড়েও সেনাবাহিনীর ত্রাণ

purabi burmese market

ঈদ পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীনদের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বাঘাইহাট জোনের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার সকালে দূর্গম পথ ও ছড়া পাড়ি দিয়ে বাঘাইহাট জোনের আওতাধীন দুইটিলা, মাসালং এলাকার সাধারণ মানুষদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হয়।

চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র সার্বিক নির্দেশনায় সেনা সদস্যের নিজস্ব রেশন থেকে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। যার মধ্যে রয়েছে চাল, আটা, আলু, পেয়াঁজ, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব সামগ্রী পেয়ে খুশি দূর্গম এলাকার বাসিন্দারা।

এ সময় বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।