দুর্ঘটনা রোধে রাঙ্গামাটিতে র‌্যালি

purabi burmese market

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক র‌্যালি ও সেমিনার হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাঙ্গামাটি সার্কেলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।
সভায় বক্তরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। শুধু চালকদের উপর দোষ চাপিয়ে দেয়া যাবে না। সড়ক দুর্ঘটনা রোধে আমাদের সকলকে রাস্তা পারাপারে ও রাস্তায চলাচল করতে সচেতন হতে হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।