দুর্নীতি জাতীয় উন্নয়নের পথে বড় বাধা : লে. কর্ণেল কামরুজ্জামান

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সততা ও দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

NewsDetails_03

ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের পথে বড় বাধা। এর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক সচেতনতার পাশাপাশি পরিবার থেকে নৈতিকতা ও সততার শিক্ষা প্রদান করতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।

সভা শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে,খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বিক্রেতা বিহীন সততা স্টোর চালু করা হয়।

আরও পড়ুন