দূর্গম সাজেকে ডিজিটাল স্কুলের যাত্রা

NewsDetails_01

Khagrachhari picডিজিটাল স্কুল হিসেবে যাত্রা শুরু করেছে খাগড়াছড়ি জেলার দূর্গম সাজেক ইউনিয়নে রুইলুই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শনিবার দুপুরে ডিজিটাল স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন,দূর্গম এলাকায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সরকার কাজ করে যাচ্ছে । শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়তে কাজ করছে সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার স. ম.মাহববুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বাঘাইহাট জোনের অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী,দীঘিনালা জোনের অধিনায়ক মহসীন রেজা, খাগড়াছড়ি জোনের অধিনায়ক হাসান মাহমুদ, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলশন চাকমা সহ আরো অনেকে ।
ডিজিটাল স্কুল প্রোগ্রামে খাগড়াছড়ি ক্যান্ট:পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ ভিডিও ক্লাসের মাধ্যমে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে পাঠদান করাবেন ।

আরও পড়ুন