দূর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনে প্রতিশ্রুতি দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আজ রোববার(১ ডিসেম্বর) দুপুর ১ টায় পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানের মতবিনিময় সভায় বক্তারা এ প্রতিশ্রুতি দেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম শামিমুল ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিষদকে দূর্নীতিমুক্ত করতে পারলে এটি সাধারণ জনগণের আস্তার জায়গা হবে। সদস্য ও বিভাগীয় প্রধানদের নিরপেক্ষ থেকে সরকারের কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
এসময় পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরাসহ অধীনস্থ বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।