সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুসসমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুস। আজ বুধবার সকালে তিনি জেলার সুয়ালক ইউনিয়নে অবস্থিত প্রতিষ্ঠানটি পরিদর্শন করে। পরিদর্শনের সময় তিনি দৃষ্টি প্রতিবন্ধী নিবাসীদের পড়ালেখা সহ সামগ্রিক বিষয়ে খোঁজ খবর নেন। এই সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দীন চৌধুরী, সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা সত্যজিত মজুমদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।