বান্দরবানের আলীকদম রেপারপাড়া বাজারে গুজবে বিভ্রান্ত ও বিশ্বাস না করতে একটি কমিউনিটি পুলিশিং সভা আয়োজন করেছে আলীকদম থানা। আজ রবিবার দুপুর ১২ টার সময় উক্ত কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ্। পুলিশিং সভায় আরও উপস্থিত ছিলেন লেপারপাড়া বাজার সমিতির সভাপতি মোঃবাদশা, সাবেক ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃজয়নাল আবেদিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ্ বলেন, বর্তমান সময়ে নির্মাণাধীন পদ্মা সেতুকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তকর গুজব ছড়াচ্ছে। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে ভিত্তিহীন গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,তাই এসব মিথ্যা গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।
এসময় তিনি, এলাকায় অপরিচিত কোন পুরুষ মহিলা দেখলে আলীকদম থানাকে অবগত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। আলীকদম থানা পুলিশ জনগণের নিরাপদ রাখতে সর্বদা সচেষ্ট ছিল,আছে ও থাকবে বলে জানান।