লামায় দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরী দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষে বান্দরবানের লামা তথ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরই মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীতিপূর্ণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল আলম। এতে তথ্য অফিসার মো.রুহুল আমিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস, ফাতেমা বেগম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন। শেষে দেশের উন্নয়ন ও অগ্রগতির ওপর চলচ্চিত্র প্রদর্শন করে তথ্য অফিস।