দেশের বাইরে আঞ্চলিক সংগঠনগুলোর সামরিক প্রশিক্ষণ হচ্ছে : ইউপিডিএফ গণতান্ত্রিক এর সভাপতি তরু

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। দেশের বাইরে দুইটি স্থানে ইউপিডিএফ-প্রসীত ও জেএসএস-সন্তু গ্রুপের অনুগত কর্মী বাহিনীদের সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউপিডিএফ গণতান্ত্রিক।

NewsDetails_03

আজ রোববার সকালে পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা ওরফে তরু।

লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম বৃদ্ধি সহ ৪ দফা আহ্বান তুলে ধরা হয়।
এ সময় ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক পীষূজ কান্তি চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন