চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে রেকর্ড ২ হাজার ৫৪৫ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রবিবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪৭ হাজার ১৫৩ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। চব্বিশ ঘণ্টায় ৬০৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন।
চব্বিশ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.৪৩ শতাংশ। মৃত্যুর হার ১.৩৮ শতাংশ; সুস্থতার হার ২০.৪৭ শতাংশ।
এর আগে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২৮ জন, ৩০ ও ২২ মে। সর্বোচ্চ আক্রান্ত ছিল ২ হাজার ৫২৩ জন, ২৯ মে।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, সবশেষ একদিনে মৃত্যুবরণ করা ৪০ জনের মধ্যে ৩৩ জন পুরুষ, ৭ জন নারী।