দেশে এখন নারীরা প্রথম সারিতে কাজ করছে : বান্দরবানের জেলা প্রশাসক

purabi burmese market

দেশে এখন নারীরা প্রথম সারিতে কাজ করছে। আদর্শ দেশ, জাতি গঠনে মা নারীদের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রথমে মা’দেরকেই আদর্শবান হতে হবে। নিজ নিজ সন্তানদের আদর্শবান গড়ে তুলতে মা’দের প্রতি আহবান জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার (১২আগস্ট) দুপুরে মাল্টিএক্টিভিটি হলে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ কায়েসুর ইসলাম, সিডিসি সংস্থা নির্বাহী পরিচালক জার্মান সাইলুক ও ইসিসি সাধারণ সম্পাদক রেফারেন্ট লালপেক সাং বম।

পার্বত্য জেলা শিশু উন্নয়ন পকল্পের আওতায় কোভিড-১৯ মোকাবেলায় নিবন্ধিত শিশু পরিবাররের মাঝে খাদ্য সহায়তা বিতরণ, ও আয় উৎসমূলক কার্যক্রম হিসেবে দীর্ঘ মেয়াদী ফলজ চারা বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালনা কমিটি সভাপতি পাস্তর জোয়ামদির বম।

আলোচনা শুরুতে প্রকল্প ব্যবস্থাপক জেমসন আমলাই তার উপস্থাপনায় কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতিতে শিশু উন্নয়ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রকল্পের নিবন্ধিত শিশুর অভিভাবকদের মধ্যে ৩০ জনকে ফলজ চারা, ২৬৪ জনকে ত্রাণ সামগ্রি ও ৩৩৪জনকে স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয় প্রশাসনের উদ্যোগে “করোনা ভাইরাস প্রতিরোধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সার্বিক বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা যোগদান করেন। এতে উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাগণ স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

dhaka tribune ad2

এর আগে সকালে রুমা থানা কর্তৃক আয়োজিত গার্ড অনার গ্রহন করেন জেলা প্রশাসক। পরে রুমা সদর ইউনিয়নে মুনলাই পাড়া বড়শি পাড়ায় প্রধানমন্ত্রী উপহারের ঘর নির্মানের কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।