রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক রাঙামাটি প্রতিনিধি এ কে এম মকছুদ আহমেদ স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হওয়ায় চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাঙামাটির স্থানীয় সাংবাদিক বিজয় ধর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে হার্ট স্ট্রোক করে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাত প্রাপ্ত হন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাত সাড়ে ১১ টার দিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রামে মেডিকেল পাঠানোর জন্য পরমর্শ প্রদান করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ম্যাক্স হাসপাতালে আইসিইউতে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার রেদোয়ানের নির্বিড় পর্যবেক্ষণে চিকিৎসারত রয়েছেন।