দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানালো বান্দরবান বিএনপি

ডিজেল, তেল, কেরোসিন এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার (১২ নভেম্বর) বিকালে বাজারের ২নং গলির সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ পালন করে নেতাকর্মীরা।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা। বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা রিটল বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামান, যুগ্ন আহবায়ক চনুমং মার্মা।

NewsDetails_03

সমাবশে বক্তারা বলেন, জ্বালানী তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। জ্বালানী তেলের দাম বাড়ার কারণে পরিবহণে ভাড়া বেড়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। তারা সারাদিন যা আয় করে তা দিয়ে দুবেলা পেট পুরে খেতে পারেনা। মধ্যবিত্তরা রয়েছে আরওবেশী সমস্যায়। তারা সীমিত আয়ের ভিতরে চলতে হয়। কিন্তু দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা।

পার্শ্ববর্তী দেশে জ্বালানী তেল ও গ্যাসের দাম কমে, আর আমাদের দেশে বাড়ে। এসময় অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমিয়ে তা নাগালের মধ্যে আনার দাবী জানান বক্তারা।

আরও পড়ুন