দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে নাইক্ষ্যংছড়ির প্রশাসন

purabi burmese market

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

মাঠ পর্যায়ে খবর নিয়ে জানা গেছে,কিছু কিছু ব্যবসায়ী করোনা ভাইরাস আতঙ্কে এবং রমজান মাস আসার আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে শুরু করেছে। বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান শুরু করে। এ উপলক্ষ্যে আজ শনিবার ২১ মার্চ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সদরের নাইক্ষ্যংছড়ি বাজার ও চাকঢাল বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেছেন। এ সময় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন।

আরো জানা যায়, নাইক্ষ্যংছড়ি বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্টানকে ও লাইসেন্স না থাকায় এক প্রতিষ্টান কে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। প্রাথমিক ভাবে তিন প্রতিষ্টানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট। এসময় অন্য প্রতিষ্টানকে সতর্ক করে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি বলেন, কোনো ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের দাম বেশি চাইলে তাকে আইনানুগ ভাবে অর্থ দন্ড করা হবে। বাজার মনিটরিং থাকবে, কোথাও পণ্যের দাম বেশি চাইলে আপনারা আমাদেরকে জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

পরে উপস্থিত লোকজনদের মাঝে করোনা নিয়ন্ত্রনে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে করণীয়ও সচেতনতা মূলক বক্তব্য দেন নির্বহী ম্যাজিস্ট্রেট ও থানা’র ওসি আনোয়ার হোসেন।

dhaka tribune ad2

এদিকে ভোক্তা অধিকার কর্মী ও সচেতন মহল উপজেলা প্রশাসনের মনিটরিং সেলের নজরদারী ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।